শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

সাইবার অপরাধ বিষয়ক পুরস্কার পেলেন চার সাংবাদিক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪০ এএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার

‘সাইবার অপরাধ ও সহিংস উগ্রবাদ বিষয়ক সাংবাদিকতা ফেলোশিপ-২০১৯’ এ পুরস্কার পেলেন চার সাংবাদিক। সাইবার অপরাধ বিষয়ক প্রতিবেদনের জন্য তাদের ফেলোশিপ সনদ, সম্মাননা স্মারক এবং ২৫ হাজার টাকা করে সম্মানি দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেন প্রধান অতিথি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মীর মো. নজরুল ইসলাম। এ অনুষ্ঠানের আয়োজন করে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।

‘সাইবার অপরাধ বাড়ছে : প্রতিরোধ দৃশ্যমান কার্যক্রম নেই’ প্রতিবেদনের জন্য দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল, ‘সামাজিক মাধ্যম : আপনি নিজে গুজব ছড়াচ্ছেন না তো?’ প্রতিবেদনের জন্য বিবিসি বাংলার ফয়সাল মো. তিতুমীর; ‘প্রতি সেকেন্ডে সাইবার অপরাধের শিকার হচ্ছে হাজারো মানুষ’ প্রতিবেদনের জন্য নিউজ২৪-এর সিউল আহমেদ; এবং ‘আইনের আশ্রয় নিতে অনিহার কারণে বাড়ছে সাইবার ক্রাইম’ প্রতিবেদনের জন্য এনটিভির আরাফাত আলী সিদ্দিকী এ পুরস্কার পেয়েছেন।

ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী মুস্তাফিজ।

মূল বক্তব্য উপস্থাপন করেন আই-সাকা ঢাকা চ্যাপ্টার প্রেসিডেন্ট ও আয়োজক সংগঠনের উপদেষ্টা একেএম নজরুল হায়দার। তিনি বলেন, সাইবার হামলা এখন সারা পৃথিবীরই মাথা ব্যথার কারণ। তবে প্রশিক্ষণ ও সচেতনতা বাড়িয়ে সাইবার অপরাধ ৬০ শতাংশের মতো কমিয়ে আনা সম্ভব। কারণ গণসচেতনতাই প্রতিরোধের প্রথম ধাপ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ইলিয়াস হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের কো-অর্ডিনেটর শাহানা হুদা, সংগঠনের উপদেষ্টা আরিফ সোহেল প্রমুখ।