বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাত বার্ষিকী আজ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৯ এএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের ৪৮তম শাহাদাত বার্ষিকী ২০ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে চট্টগ্রাম ইপিআরের ১১নং উইং-এ হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে মর্টার শেলের আঘাতে তিনি শাহাদাত বরণ করেন।
রাঙ্গামাটির নানিয়ারচরে একটি টিলার উপরে তাকে দাফন করা হয়। শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সি আব্দুর রউফের পরিবার আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খানীর আয়োজন করেছে।

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের বড় বোন জোহরা বেগম বলেন, আমার এক ভাইকে হারিয়ে, মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সবার প্রতি আমার আবেদন, আসুন সবাই মিলে সোনার দেশ গড়ি।
মুন্সি আব্দুর রউফের জন্ম ১৯৪৩ সালের ১মে। তিনি ফরিদপুরের মধুখালীর সালামতপুর গ্রামের মেহেদি হাসানের ছেলে। তার নামে গ্রামের নতুন নামকরণ করা হয় রউফনগর। তিন ভাই-বোনের মধ্যে রউফ ছিলেন সবার বড়।
