বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: গৃহায়ণমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৬ এএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার
বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। তিনি বলেন, পৃথিবীর নেতারা এই উন্নয়ন কর্মকান্ড অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন।
শুক্রবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালিগঙ্গা নদীর উপর শেখ হাসিনা সেতুর শুভ উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কালিগঙ্গা নদীর উপর ৩৭ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৩৬০ মিটার দৈর্ঘ্য ও ১৬ মিটার প্রস্থ শেখ হাসিনা সেতু নির্মাণ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এবং ব্যাপক উন্নয়ন কর্মকান্ড অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন তাবৎ পৃথিবীর নেতৃবৃন্দ।
সমাবেশে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায় বক্তব্য রাখেন। এর আগে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী একই উপজেলার পুর্বকাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার এর ভবন উদ্বোধন করেন।
জানা যায়, এ ভবন নির্মাণ কাজ ২০১৬-১৭ অর্থ বছরে শুরু হয় এবং শেষ হয় চলতি ২০১৮-১৯ অর্থ বছরে। চারতলা ভিত্তির ভবনটিতে দুর্যোগকালীন সময়ে বন্যা জলোচ্ছ্বাস এর হাত থেকে জীবন রক্ষা গবাদি পশু, হাস মুরগী সুরক্ষায় দ্বিতলা ও নীচতলা ব্যবহার করা যাবে।
