নুসরাত হত্যা: পপির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৪ এএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার
ফেনীর সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আটক উম্মে সুলতানা পপি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে পপিকে শুক্রবার বিকেলে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদের আদালতে হাজির করে পিবিআই। সেখানেই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি। ১০ এপ্রিল সোনাগাজী থেকে আটক করা হয় পপিকে।
জবানবন্দিতে পপি জানান, ঘটনার দিন পপিকে পরিচয় গোপন করে শম্পা নামে ডেকেছিল হত্যাকারীরা। ওই দিন তিনিই নুসরাতকে পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে যান।
২৭ মার্চ ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। ওই মামলায় গ্রেফতার অধ্যক্ষ সিরাজ কারাগারে থেকেই নুসরাতকে হত্যার নির্দেশ দেন।
৬ এপ্রিল সকালে মাদরাসার পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে অধ্যক্ষের অনুসারী পাঁচজন। এ ঘটনায় মামলা করেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। মামলায় এ পর্যন্ত ৮ জন গ্রেফতার ও ১০ জনকে আটক করেছে পুলিশ।
