সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

লিপিস্টিকের অজানা ব্যবহার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

সব নারীরই পছন্দের প্রসাধনী লিপস্টিক। বিভিন্ন রঙের লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙাতে সবাই পছন্দ করে। লিপস্টিক ছাড়া নারীর সাজই যেন অসম্পূর্ণ! কিন্তু এই লিপস্টিক দিয়ে ঠোঁটের সাজ ছাড়া আরো অনেক কাজ করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক লিপস্টিকের অজানা ব্যবহারগুলো- 

১. ন্যাচারাল এবং সুন্দর গোলাপী আভাযুক্ত গাল সবারই পছন্দ। তাই চাইলে কিন্তু আপনার পছন্দের গোলাপী কালারের লিপস্টিকটি ব্যবহার করতে পারেন ক্রিম ব্লাশ হিসেবে। একটু লিপস্টিক আঙুলে নিয়ে আপনার গালে লাগিয়ে নিন। এবার আঙুল অথবা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন।

 

২. অনেক সময় আইশ্যাডো কালার ভালোভাবে ফুটে ওঠার জন্যে আমরা বিভিন্ন কালারের আইশ্যাডো বেইজ ব্যবহার করে থাকি। কিন্তু সবসময় সব ধরনের কালারের আইশ্যাডো বেইজ কাছে নাও থাকতে পারে। তখন লিপস্টিক হতে পারে আপনার বন্ধু। লিপস্টিক নিয়ে চোখে লাগিয়ে নিন এবং হালকা ব্লেন্ড করে নিন। এরপর এর উপরে মেইন আইশ্যাডোটি লাগান।

৩. ফেইসের দাগ ছোপ লুকানোর জন্যে মেকআপে কালার কারেক্টর এখন বহুল প্রচলিত। কিন্তু আপনার কাছে এই কালার কারেক্টর না থাকলেও লিপস্টিক তো আছে। আপনি যদি ফর্সা হন তাহলে কালার কারেক্টর হিসেবে ব্যবহার করুন পিচ/কোরাল কালারের লিপস্টিক। আর গায়ের রঙ শ্যামলা/চাপা হলে ব্যবহার করুন অরেঞ্জ কালারের লিপস্টিক। দাগের উপরে লিপস্টিক লাগিয়ে আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর ফাউন্ডেশন /কনসিলার লাগিয়ে নিন।

৪. হেভি বা গর্জিয়াস মেকাপে ক্রিম কন্ট্যুরিং করে নিলে মেকাপ দেখতে সুন্দর লাগে এবং কন্ট্যুরিং ভালোভাবে ফুটে ওঠে। কিন্তু ক্রিম কন্ট্যুরিং এর জন্যে ডার্ক কালারের কনসিলার না থাকলে, আপনার ডার্ক ব্রাউন কালারের লিপস্টিক টাই ব্যবহার করুন। কন্টুরিং এড়িয়া গুলোতে ডার্ক ব্রাউন লিপস্টিক টি লাগিয়ে ব্লেন্ড করে নিন।

৫. লিপস্টিককে ব্যবহার করতে পারেন ক্রিম আইশ্যাডো হিসেবে। এক্ষেত্রে লিকুইড লিপস্টিক ভালো কাজে দিবে এবং লং লাস্টিং হবে। পছন্দের কালারের লিকুইড লিপস্টিক নিয়ে চোখের লিডে লাগিয়ে নিন এবং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিন। ম্যাট বা মেটালিক যেকোনো ধরনের লিপস্টিকই ভালো কাজে দিবে এবং দেখতেও সুন্দর লাগবে।

 

৬. কালারফুল আইলাইনার তো এখন একটা ট্রেন্ড। তাই ব্যবহার করুন লিকুইড লিপস্টিক। যে কালারের লাইনার চান ওই কালারের লিকুইড লিপস্টিক নিয়ে এঞ্জেলড ব্রাশের সাহায্যে চোখে লাইনিং করে নিন।

৭. আইব্রো আঁকার জন্যে আইব্রো পেন্সিল বা পাউডার না থাকলে্ল সিম্পলি একটা ডার্ক ব্রাউন লিকুইড লিপস্টিক নিন এবং এঞ্জেলড ব্রাশের সাহায্যে ছোট ছোট স্ট্রোকের সাহায্যে আইব্রো এঁকে নিন।