সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রুপচর্চায় লবণ...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০১ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

লবণও রূপচর্চায় ব্যবহৃত হয়! এই ভেবে অনেকেই নিশ্চয়ই অবাক হচ্ছেন, লবণের ব্যবহার নতুন মনে হলেও এর কার্যকারিতা অনন্য। ত্বক থেকে শুরু করে চুল এমনকি নখ ও বডি স্কাবার হিসেবে ব্যবহার করা যায় লবণকে। অবাক না হয়ে বরং বিভিন্ন উপায়গুলো মেনেই দেখুন লবণের ম্যাজিক: 

ব্রণ ও র‌্যাশ
চুলের প্রসাধন ব্যবহার করার সময় অনেক ক্ষেত্রে কপালে লেগে যায়। এর ফলে কপালে ব্রণ বা লাল র‌্যাশ দেখা দিতে পারে। এ রকম হলে সিকি চা চামচ লবণের সঙ্গে এক কাপ গরম পানি মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে তুলার বল ডুবিয়ে র‌্যাশ বা ব্রণের জায়গায় আলতো করে চেপে চেপে লাগান। এভাবে এক মিনিটের মতো করুন র‌্যাশ ও ব্রণ কমে যাবে।

 

স্ক্রাবার
শুষ্ক ও সাধারণ ত্বকের জন্য এই স্ক্রাবার উপকারি। ২ টেবিল চামচ লবণের সঙ্গে ১ চা চামচ ফেসিয়াল অয়েল মিশিয়ে ধীরে ধীরে পুরো মুখে গোলাকারভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। পাঁচ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

টোনার
হালকা গরম পানিতে লবণ মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এবার পুরো মুখে স্প্রে করে শুকিয়ে নিন। টোনারের কাজ হয়ে যাবে।

খুশকি দূর করতে
লবণের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ মাথার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। লবণ ব্যবহারের মাধ্যমে স্ক্যাল্পে থাকা র‌্যাশ, খুশকি বা চুলকানিসহ তৈলাক্ততা দূর করে। এজন্য চুল ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে চুলের গোড়ায় লবণ লাগিয়ে নিন। হাত যেন ভেজা না থাকে, শুকনো হাতেই চুল ম্যাসেজ করুন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।
 
বডি সল্ট স্ক্রাব
রুক্ষ ত্বক মসৃণ করে তুলতে সামুদ্রিক লবণের জুড়ি নেই। এ ছাড়া সামুদ্রিক লবণ দিয়ে স্ক্রাব করলে ত্বকে বলিরেখা পড়ার আশঙ্কা থাকেনা। এটি ত্বকের লোমকূপে জমে থাকা তেল, ময়লা ও ত্বকের মৃত কোষ পরিষ্কার করে। ফলে ত্বক শুষ্ক হয়না। চাইলে ২ টেবিল চামচ সামুদ্রিক লবণের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল ও এক চা চামচ এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি পুরো শরীরে লাগানোর পর কিছুটা ভেজা থাকতে আস্তে আস্তে ঘঁষে তুলে ফেলুন।

 

চোখের নিচে ফোলাভাব
হালকা গরম পানিতে সিকি চা চামচ লবণ মিশিয়ে তুলার বলে সেই মিশ্রণে ভিজিয়ে আস্তে আস্তে চোখের নিচে ফোলা জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। এভাবে পাঁচ মিনিট করে দুই চোখে ম্যাসাজ করুন। দেখবেন চোখের ফোলাভাব কমে গেছে।

পায়ের যত্নে
পায়ের নখের ময়লা দূর ও ছোটখাটো সংক্রমণ দূর করতেও লবণ কার্যকর। পা পরিষ্কার করতে বোলে হালকা গরম পানিতে ১ কাপ লবণ মিশিয়ে ১ ঘণ্টার জন্য পা ডুবিয়ে রাখুন। সংক্রমণ না গেলে দিনে দুবার করে করতে পারেন। এতে আরাম পাবেন, নখের ময়লা কেটে যাবে। অ্যালার্জির যন্ত্রণাও হবে না।

ঠোঁটের স্ক্রাব
মরা চামড়া ও ফাটার কারণে ঠোঁটে লিপস্টিকও ঠিকমতো বসে না। এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে ইপসম লবণ ৩ টেবিল চামচের সঙ্গে ১ টেবিল চামচ ভেসলিন মিশিয়ে আস্তে আস্তে ঠোঁটের ওপর ম্যাসাজ করুন। এরপর ভেজা কাপড়ের টুকরা বা তুলা দিয়ে মুছে ফেলুন।

 

দাঁত সাদা করতে
ঝকঝকে সাদা দাঁত সকলেরই কাম্য। লবণের মধ্যেই রয়েছে সেই জাদুকরী ক্ষমতা। এজন্য ১ চা চামচ লবণের সঙ্গে ২ চা চামচ বেকিং পাউডার মিশিয়ে টুথপেস্টের সাহায্যে দাঁত মাজুন।

প্রাকৃতিক মাউথ ওয়াশ
লবণে থাকা গুণাগুণ সহজেই ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। এজন্য আধা চা চামচ লবণ, আধা চা চামচ বেকিং সোডা ও কোয়ার্টার কাপ পানি নিয়ে এগুলো মিশিয়ে নিতে হবে। লবণ গলে যাওয়ার পর তা মুখে নিয়ে কুলি করুন।