সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রূপচর্চায় টুথপেস্টের ব্যবহার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০১ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

শুধু ত্বক বা দাঁত নয় রূপচর্চায় নানান ভাবেই টুথপেস্ট ব্যবহার করা যায়। টুথপেস্টের সাহায্যে দাঁতের পাশাপাশি ত্বকও পরিষ্কার রাখা সম্ভব। চলুন তবে দেখে নেয়া যাক টুথপেস্টের উপকারি দিকগুলো- 

নাকের দাগ ওঠাতে: নাকের উপরে ঘন করে টুথপেস্ট লাগিয়ে নিন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। নরম ব্রাশ দিয়ে হালকা করে গোলাকারভাবে ঘষে নিন। নাকের উপরে থাকা দাগ দূর হওয়ার পাশাপাশি বন্ধ লোমকূপও পরিষ্কার হবে।

 

নখের উজ্জ্বলতা বাড়াতে: উজ্জ্বল, সুন্দর ও সাদা নখের জন্য টুথপেস্ট সাহায্যকারী। নখের উপরে টুথপেস্ট লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ব্রাশের সাহায্যে মেজে ধুয়ে কিউটিকেল পরিষ্কার করে নখ ঘষে নিন।  

ফেইস প্যাক: ফেইস প্যাকের মতো করে টুথপেস্ট ব্যবহার করা যায়। পানি দিয়ে মুখ পরিষ্কার করে হালকা ভেজা অবস্থায় সারা মুখ ও গলায় টুথপেস্ট লাগিয়ে নিন। ১৫ মিনিট পর মুখ ধুয়ে নিন। এটা বড় খোলা লোমকূপ বন্ধ করে। মুখের ত্বক টানটান রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়। এক্ষেত্রে ভেষজ উপাদানে তৈরি টুথপেস্ট সবচেয়ে ভালো। কারণ এতে মধু ও লবঙ্গের গুণাগুণ থাকে।

রোদপোড়া দূর করতে: টুথপেস্টের সাদা করার ক্ষমতা রোদেপোড়াভাব দূর করতে সাহায্য করে। পরিমিত টুথপেস্ট একটা কাপে নিয়ে তাতে একটা লেবু মেশান। মিশ্রণটি রোদে পোড়া অংশ যেমন- মুখ, গলা, হাত ও পায়ে লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। একটানা তিন দিন ব্যবহারে এর ফলাফল চোখে পড়বে।