শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

শুধু সায়নকে নয়, বাফেলোকেও কিস করেছি

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

 

 

সম্প্রতি ভারতীয় টিভি চ্যানেলের স্টার জলসার ‘ভ্যাবাচ্যাকা সিজন ২’র একটি বিশেষ এপিসোডের প্রোমো মুক্তি পেয়েছে এবং সেই প্রোমোতেই দেখা গিয়েছে যে হোস্ট সায়নের গালে কিস করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

 

এই মজার গেম শো-তে ছোটপর্দা ও বড়পর্দার তারকাদের নাস্তানাবুদ করার যাবতীয় বন্দোবস্ত রয়েছে। তাই এই শো-তে দম ফাটানো হাসির মুহূর্ত থাকবে সে তো জানা কথা! ঠিক কেমন ছিল অভিজ্ঞতা, শেয়ার করলেন অভিনেত্রী।

‘আমি ফ্লোরে গিয়ে শুভঙ্করদাকে বলেছিলাম যে আমি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারব না। শুভঙ্করদা বলেছিল যে ইটস ইয়োর ফ্লোর, তোমার যা মনে হয় করো। আর সায়নের সঙ্গে আমার এর আগে দেখা হয়েছে ছবির প্রোমোশনের সময়। এই গেমে একটা মজার ব্যাপার হল। সায়নের সঙ্গে একটা শর্ত হয়েছিল, শেষমেশ ও শর্তটা জিতে যায় আর আমাকে কিস করতে হয়। তবে সায়ন একা নয়, আমি বাফেলোকেও কিস করেছি।’

শুধু কিস নয়, সায়ন ও স্বস্তিকার আরও মজার খুনসুটি রয়েছে এই বিশেষ পর্বটিতে। এই বিশেষ পর্বটি সম্প্রচার হবে আগামী ১৬ ডিসেম্বর। স্বস্তিকা ছাড়াও এই এপিসোডে বিশেষ অতিথি হিসেবে থাকছেন সঞ্চারী মণ্ডল, সৌমিক সাহা এবং শুভঙ্কর সাহা।