শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

স্যাটেলাইট উৎক্ষেপণ করে মহাকাশ যুগে নেপালের অভিষেক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে মহাকাশ যুগে অভিষেক হলো নেপালের। আজ বৃহস্পতিবার নেপাল স্যাট-১ নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ৪৬ মিনিটে ভার্জিনিয়ার ইস্ট শোরের মিড আটলান্টিক রিজিওনাল স্পেসপোর্ট থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।  নেপালের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়ায় সমন্বয় করেছে জাপানি মহাকাশ সংস্থা ও নেপাল সরকার। এ কর্মসূচির নাম দেয়া হয় বার্ডস-৩।

নেপালের দুই তরুণ বিজ্ঞানী আবাস মাসকেই এবং হরিরাম শ্রেষ্ঠ নেপাল স্যাট-১ স্যাটেলাইটটি তৈরি করেছেন। 

 

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্যাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব বিজ্ঞানী ও প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। তিনি জানান, মহাকাশে যাত্রা শুরুর মাধ্যমে নেপালের সম্মান আরও বৃদ্ধি পেয়েছে।