মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

দুই নারী ক্রিকেটারের বিয়ে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২০ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

বিয়ে করেছেন দুই নারী ক্রিকেটার। তবে তারা দুই যুবককে নয়, বিয়ে করেছেন নিজেরা। একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। নিউজিল্যান্ড জাতীয় নারী দলের ক্রিকেটার হেইলি জেনসেন জীবনসঙ্গী হিসেবে বেছে নেন নিকোলা হ্যানকক নামের অস্ট্রেলিয়ান আরেক নারী ক্রিকেটারকে। বিপরীত লিঙ্গে নিরুৎসাহি এই অলরাউন্ডার মালা-বদল করলেন সমলিঙ্গে।

জেনসেন নিউজিল্যান্ডের ক্রিকেটার হলেও অস্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম। উইমেন বিগ ব্যাশ লিগের প্রথম দুই মৌসুমে মেলবোর্ন স্টারসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। ২৬ বছর বয়সী জেনসেন তৃতীয় মৌসুমে নাম লেখান একই নগরীর আরেক দল মেলবোর্ন রেনেগেডসে।

 

অন্যদিকে অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগে ‘টিম গ্রিনের’ নিয়মিত মুখ ২৩ বছর বয়সী হ্যানকক। তবে জাতীয় দলে এখনও অভিষেক হয়নি তার।

মেলবোর্ন স্টারস টুইটারে জানানো হয়, গত সপ্তাহে অনুষ্ঠিত তাদের বিয়ের খবর। বিয়ে অনুষ্ঠানের দারুণ কিছু ছবিও পোস্ট করেছে ক্লাবটি।

২০১৩ সালের অগাস্টে সমলিঙ্গের বিয়ে বৈধ ঘোষণা করে একটি আইন পাস করে নিউজিল্যান্ডে। এরপর দেশটির দুই নারী ক্রিকেট দলের দুই সতীর্থ অ্যামি সাটারথওয়েট ও লি তাহুহু বিবাহবন্ধনে আবদ্ধ হন।

গত বছর দক্ষিণ আফ্রিকা নারী দলের দুই সতীর্থ ড্যান ফন নিয়েকার্ক ও মারিজানে ক্যাপ একে-অপরকে বিয়ে করেন।