মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

এক ম্যাচের জন্য সাড়ে ৮ কোটি টাকা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০১ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

আইপিএল নিলামে তার বেস প্রাইজ ছিল ২০ লাখ টাকা। সেখান থেকে বাড়তে বাড়তে তার মূল্য গিয়ে দাঁড়াল আট কোটি চল্লিশ লাখ টাকা। তারপরই অখ্যাত এই স্পিনারকে নিয়ে হইচই পড়ে যায়।

ভারতীয় ক্রিকেট মহলে অখ্যাত বলা চলে বরুণ চক্রবর্তীকে। কিন্তু পাঞ্জাব শিবিরের তরফ থেকে তাকে রহস্যজনক স্পিনার হিসাবে বলা হয়েছিল। অনেকটা সুনীল নারিনের মতো। 

আর আট কোটি চল্লিশ লক্ষ টাকায় পাঞ্জাবের হয়ে খেলা সেই স্পিনার এবারের আইপিএলে খেললেন মাত্র একটি ম্যাচ। কলকাতার বিরুদ্ধে একমাত্র ম্যাচটি খেলেছেন বরুণ। তিন ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন পাঞ্জাবের এই স্পিনার। 
 
প্রথম ম্যাচে আহামরি কিছু করে দেখাতে পারেননি। তার উপর আঙুলে চোট পেয়ে বসেন। জানা গেছে, বরুণ চক্রবর্তীর এবারের আইপিএলে ফের মাঠে নামা নিয়ে বেশ সংশয় রয়েছে। অর্থাৎ এক ম্যাচ খেলার জন্য বরুণ পেলেন প্রায় সাড়ে আট কোটি