মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

এবার বিয়ের পিঁড়িতে বসছেন লিটন দাস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বসতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম বড় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এতে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগারদের সেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার লিটন দাস। সেই সুখবরের পরপরই আরেকটি শুভ কাজ সম্পন্ন করেছেন তারকা এ ওপেনার। বুধবার তার আশীর্বাদ হয়েছে। তবে বিয়ে হবে বিশ্বকাপের পরই, অর্থাৎ জুলাইয়ে। 

এতে বাংলাদেশের ক্রিকেটে যেন বিয়ের ধুম পড়েছে। সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক আর মোস্তাফিজুর রহমানের পর এবার তালিকায় যুক্ত হলেন লিটন দাস। 

লিটনের হাতে আংটি পরানো হয়েছে। তার দেওয়া তথ্যমতে বিশ্বকাপের পর ২৮ জুলাই হচ্ছে তার বিয়ের তারিখ।

 

লিটনের জীবনসঙ্গিনীর নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। এমবিএ করছেন, বাড়ি ঢাকাতেই।