শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

অগ্নিঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

অগ্নিঝুঁকি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আধুনিকায়ন মানুষকে যেমন সুযোগ দেয়; তেমনি ঝুঁকিও নিয়ে আসে।

তিনি বলেন, অসচেতনতার কারণেই বারবার বনানী ও চকবাজারের মতো ভয়াবহ আগুনের ঘটনা ঘটছে। 

 

বৃহস্পতিবর নিজ কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় এ কথা বলেন তিনি।

সভাপতির বক্তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সচেতনার অভাবেই বনানী ও চকবাজারের মতো ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মানুষের মৃত্যু হয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে দুর্যোগ বাড়ছে। এসব দুর্যোগ মোকাবিলায় সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসে নতুন ও আধুনিক যন্ত্রপাতি কেনাসহ প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তোলা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।