আমিরকে বাদ দিয়েই পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

আগে থেকেই আলোচনায় ছিলো মোহাম্মদ আমিরের নাম। ইনজুরি আর অফ ফর্ম তাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছিল। জ্বল্পনা-কল্পনা ছিল, বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন তো তিনি! শেষ পর্যন্ত পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপের দলে ঠাঁই মিললো না নন্দিত-নিন্দিত এই পেসারের। তাকে বাদ দিয়েই ঘোষণা করা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ দল।
২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে ভারতকে হারিয়ে পাকিস্তান যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তার মূল নায়কই ছিলেন মোহাম্মদ আমির। তার গতিময় বোলিংয়ের কাছেই হারতে মানতে বাধ্য হয়েছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। সেই আমিরকেই বাদ দিয়ে দিলো ইনজামাম-উল হকের নেতৃত্বাধীন পাকিস্তানের নির্বাচক মন্ডলী।
দেশটির বিশ্বকাপ দল থেকে বাদ পড়াদের মধ্যে আরও দুটি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। পেসার উসমান সিনওয়ারি এবং আসিফ আলি। সাত নম্বরে আসিফ আলির ধুম-ধাড়াক্কা ব্যাটিং যে কোনো দলের জন্যই ছিল ভয়ঙ্কর। সেই আসিফ আলিরই জায়গা মিললো না দলে।
পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বাকাপ দল
ফাখর জামান, ইমাম-উল হক, আবিদ আলি, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ (ফিটনেস সাপেক্ষে), সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন এবং হাসির সোহেল।