নুসরাত হত্যায় পাঁচদিনের রিমান্ডে মনি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িত সন্দেহে আটক কামরুন নাহার মনির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরাফ উদ্দিন আহম্মেদ এ রিমান্ড মঞ্জুর করেন।
ফেনীর কোর্ট ইন্সপেক্টর গোলাম জিলানী বলেন, নুসরাত হত্যায় মনিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’র (পিবিআই) ইন্সপেক্টর মো. শাহ আলম। তিনি আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
নুসরাতের আইনজীবী অ্যাডভোকেট এম. শাহজাহান সাজু বলেন, আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের জবানবন্দিতে কামরুন নাহার মনির কথা উঠে আসে। সে এ ঘটনায় বোরকা ক্রয় করে সরবরাহ করে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার জানিয়েছেন, তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত পরোক্ষদেরও আইনের আওতায় আনা হবে।
সোমবার রাতে মনি আটক করে পিবিআই। আটক মনি সোনাগাজী বাসস্ট্যান্ডের ঈমান আলী হাজী বাড়ির আজিজুল হকের পালিত মেয়ে। সে নুসরাত জাহান রাফির সহপাঠী।
৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে ভবনের ছাদে বান্ধবীকে মারধরে খবর দেয়া হয়। সেেই খবরে নুসরাত ছাদে গেলে অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা যৌন হয়রানির মামলা তুলে নেয়ার কথা বলে পাঁচ বোরকা পরিহিতরা। এতে অস্বীকৃতি জানালে তাকে ছাদে শুইয়ে কেরোসিন ঢালে তারা। পরে তার গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফেনী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনেট চিকিৎসা দেয়া হয়। ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
