শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ইন্দোনেশিয়ায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার

বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। পার্লামেন্টের উচ্চকক্ষ, নিম্নকক্ষসহ প্রাদেশিক পরিষদের জনপ্রতিনিধিদের বেছে নিতে ১৯ কোটি ২০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।  খবর বিবিসির।

একদিনেই অনুষ্ঠিত নির্বাচনগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার আয়োজন পৃথিবীর অন্য সব দেশের চেয়ে বড়।

এই নির্বাচনে প্রার্থীই রয়েছেন ২ লাখ ৪৫ হাজার। প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের দুটি পদসহ ইন্দোনেশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের ১৩৬টি সদস্য পদে এবং নিম্নকক্ষের ৫৭৫টি পদের জন্য ভোটগ্রহণ চলছে। একইসঙ্গে ২ হাজার ২০৭ জন প্রাদেশিক সদস্য এবং ১৭ হাজার ৬১০ জন স্থানীয় কাউন্সিলর পদেও নির্বাচন হচ্ছে। ১৬টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে।

ইন্দোনেশিয়ার পূর্বদিকে বুধবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে পশ্চিমাঞ্চলের এলাকাগুলোতে রাত ১টায় ভোটগ্রহণ শেষ হবে। ইন্দোনেশিয়ার প্রবাসীরা বিভিন্ন দেশে অবস্থিত ইন্দোনেশীয় মিশনে আগাম ভোট দিয়েছেন।

ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারি ফল প্রকাশ করা হবে। তবে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে মে মাসে।

স্থানীয় জরিপে রাষ্ট্রপ্রধান পদে এগিয়ে আছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। ২০১৪ সালে সাবেক জেনারেল প্রবোও সুবিয়ান্তোকে সামান্য ভোটের ব্যবধানে হারিয়ে প্রেসিডেন্ট হন তিনি।