সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিচ্ছেদের আশঙ্কায় ভুগতাম, স্বীকারোক্তি আলিয়ার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২১ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার

আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান। বলিউডের এই দুই তারকার ক্যারিয়ার গ্রাফ দেখলে অনেকেরই ঈর্ষা হবে। দু’জনে এবার জুটি বাঁধছেন ‘কলঙ্ক’-এ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই জুটিকে বর্তমানের ‘শাহরুখ-কাজল’ বলেও সম্বোধন করছেন।

এদিকে, এমন পরিস্থিতে আলিয়া প্রকাশ্যে শেয়ার করলেন বরুণের সঙ্গে বিচ্ছেদ হওয়ার আশঙ্কায় নাকি ভুগতেন তিনি।

 

আলিয়া সাংবাদিকদের বলেন, যখনই বরুণের সঙ্গে কাজ করতাম তখনই বিচ্ছেদের আশঙ্কা হত আমার। বরুণেরও হত হয়তো। এই ভাবনাটা যখন এসেছে তার পরেও আমরা দু’সপ্তাহ শুটিং করেছি। কিন্তু এর পরেও আমরা একসঙ্গে কাজ করব তো? এই ভাবনটা হত সব সময়।

‘কলঙ্ক’-এর ভাবনা প্রথম ভেবেছিলেন প্রয়াত পরিচালক যশ জোহর। তার ছেলে কর্ণের প্রযোজনাতেই আজ মুক্তি পেতে চলেছে ছবিটি। আলিয়া, বরুণ ছাড়াও মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিংহ, আদিত্য রায় কপূরের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।