মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপের দলে সৈকত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

সর্বশেষ দুবাইতে গত বছর এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর আর বাংলাদেশ দলে সুযোগ হয়নি তাঁর। তবে সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে সুযোগ পেয়ে গেছেন তিনি। ডানহাতি এই ব্যাটসম্যানের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে যথেষ্ট প্রশ্নের মুখোমুখি হতে হয় নির্বাচকদের। তবে দল ঘোষণা করা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ব্যাখ্যা দিয়েছেন মোসাদ্দেককে বিশ্বকাপ দলে নেওয়ার কারণ।

বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও, সাম্প্রতিক সময়ে ঘরোয়া পর্যায়ে বেশ ভালো পারফর্ম করছেন মোসাদ্দেক। দলে মাশরাফির মতো খেলোয়াড় থাকতেও এবারের প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী ক্লাব ও বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। অধিনায়ক হয়ে বেশ দায়িত্বশীলতারও পরিচয় দিয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।

এবারের প্রিমিয়ার লিগে ১১ ইনিংসে ব্যাট করে ৪৭.৫৫ গড়ে ৪২৮ রান করেছেন আবাহনী অধিনায়ক। আটটি ম্যাচে বোলিং করে ২৩.৮৫ গড়ে সাতটি উইকেটও ঝুলিতে ভরেছেন ডানহাতি অফস্পিনে। তবে ব্যাটসম্যান পরিচয়ের চেয়ে বোলিং পারদর্শিতাই  বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে মোসাদ্দেকের সহায়ক হয়েছে। নিখুঁত লাইন ও লেন্থ মেনে বোলিং করে ওভারপ্রতি মাত্র ৩.৯৭ রান দিয়েছেন ডানহাতি অফস্পিন বোলিংয়ে, এ সময়ের ওয়ানডে ক্রিকেটে যেটাকে খুব বড় ধরনের সাফল্যই বলা যায়।

বিশ্বকাপে ব্যাটিংয়ের পাশাপাশি মোসাদ্দেকের অফস্পিন বোলিংটাও বেশ কার্যকর হবে বলে প্রত্যাশা করছেন দলের নির্বাচকরা। এর আগে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির দলেও ছিলেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপুর্ণ ম্যাচে বল হাতে চমক দেখিয়েছিলেন তিনি। এ ছাড়া অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ কিছুটা চোটে আক্রান্ত। বিশ্বকাপে তাঁর বোলিং সার্ভিস না-ও পাওয়া যেতে পারে ।

এসব চিন্তা মাথায় নিয়ে ব্যাকআপ স্পিনার হিসেবে মোসাদ্দেকই প্রথম পছন্দ ছিল নির্বাচকদের। দলে তাঁর অন্তর্ভুক্তির ব্যাখ্যা দিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘সৈকত ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে। আমরা একজন অলরাউন্ডার চাচ্ছিলাম যে অফস্পিন করতে পারে। এছাড়া রিয়াদেরও কাঁধের ইনজুরি সমস্যা আছে, তাই সে বোলিং নাও করতে পারে। সেই কথা চিন্তা করেই ব্যাকআপ হিসেবে একজন স্পিন বোলিং অলরাউন্ডার দরকার ছিল। তাই সৈকতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’