সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

নিজের নগ্ন ছবি বাবাকে পাঠালেন নিক জোনাসের সাবেক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ওয়াইল্ড ছবি পোস্ট করেন আমেরিকার গায়িকা মাইলি সাইরাস। এবার ডলার নিয়ে নগ্ন বুক ঢেকে সেই ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। ছবিতে আবার ট্যাগ করলেন বাবাকেও।

 

এই সময় পত্রিকার খবরে বলা হয়, মাইলির বাবা বিলি রে সাইরাস আই টিউনস চার্টে এক নম্বরে এসেছেন। তাই বাবার সাফল্য সেলিব্রেট করতেই ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেছেন মাইলি এবং ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন সে কথা।

ছবিটিতে দেখা যাচ্ছে টপলেস মাইলি বুক ঢেকে রয়েছেন নোট দিয়ে। যদিও ফ্যানেরা এতে খুব একটা খুশি নন। তারা প্রশ্ন তুলেছেন, কীভাবে এমন একটি ছবিতে নিজের বাবাকে ট্যাগ করলেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের সাবেক?