শনিবার   ৩০ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

এবার আরো অত্যাধুনিক সমরাস্ত্র উন্মোচন করছে ইরান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

সেনাবাহিনী দিবসকে সামনে রেখে নতুন সমরাস্ত্র উন্মোচন করতে যাচ্ছে ইরান। এ বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল কিওমারস হাইদারি বলেছেন, তার বাহিনী এবার আরো অত্যাধুনিক সমরাস্ত্র উন্মোচন করবে। 

বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী দিবসের কুচকাওয়াজে এ সব সমরাস্ত্র প্রদর্শন করা হবে। তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন জেনারেল হাইদারি। 

এ সব সমরাস্ত্রের মধ্যে সাঁজোয়া গাড়ি, সাঁজোয়া গাড়ি বিধ্বংসী অস্ত্র, চালকবিহীন বিমান এবং ইলেক্ট্রনিক যুদ্ধের সরঞ্জাম রয়েছে।

 

এ ছাড়া, কুচকাওয়াজে ইরানি সেনাবাহিনীর খাতাম আল-আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নিরেট জ্বালানি চালিত এবং ঊর্ধ্বাকাশ দিয়ে গমনে সক্ষম সাইয়াদ সাইয়াদ ৩ ক্ষেপণাস্ত্রও  প্রদর্শন করা হবে। পাশাপাশি স্বল্প এবং দূরপাল্লার রাডার এবং ইলেক্ট্রনিক যুদ্ধের ব্যবস্থাও প্রদর্শনীতে ঠাঁই পাবে বলে জানান তিনি।

বৃহস্পতিবারের কুচকাওয়াজে ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত সায়েক, রা’দ এবং আজারখেশ যুদ্ধবিমানও অংশ গ্রহণ করবে এবং উড়ন্ত অবস্থায় বিমানে জ্বালানি ভরা হবে।

ইরান সাঁজোয়া যান, সাঁজোয়া যান বিধ্বংসী ব্যবস্থা, গোলন্দাজ সরঞ্জাম, চালকবিহীন বিমান এবং হেলিকপ্টার নির্মাণ প্রযুক্তিতে পুরোপুরি স্বনির্ভরতা অর্জন করেছে বলে তিনি জানিয়েছেন।