ডাক্তারদের যে ৮ পরামর্শ দিয়ে গেলেন ভুটানের প্রধানমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১৪ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

সম্প্রতি চার দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সফরকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজে গিয়েছিলেন তিনি। সেখানে দীর্ঘ বক্তব্য রাখেন প্রখ্যাত এ চিকিৎসক।
বক্তব্যে ডাক্তারদের জন্য বেশ কিছু পরামর্শ দেন লোটে শেরিং। এসব পরামর্শের মধ্যে রয়েছে:-
১. সার্জন হওয়া বা না হওয়া গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো সার্জন হওয়া।
২. আর ভালো সার্জন হতে হলে প্রথমে ভালো মানুষ হতে হবে।
৩. আমাদের সবার মতামত দেওয়ার অধিকার আছে। কোনও বক্তব্য ভুল বা সঠিক বলে চূড়ান্ত রায় দেওয়ার কিছু নেই, যেকোনও বিষয়ে ভিন্নমত থাকতেই পারে।
৪. আমরা রোগীর সঙ্গে সব সময় থাকি, কিন্তু রোগীরা সব সময় আমাদের সঙ্গে থাকে না। হয়তো একজন রোগী একবারই আসেন। সেজন্য প্রত্যেক রোগীর প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।
৫. আমরা শুধু মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময়ে কাজ করি। এটা মনে রাখতে পারলে তা হবে সেরা অর্জন।
৬. শিক্ষকেরা সবসময়ই শিক্ষার্থীদের জন্য আছেন। শিক্ষার্থীদেরও শিক্ষকদের জানতে ও বুঝতে হবে।
৭. উচ্চাভিলাষী হওয়ার দরকার নেই।
৮. নিজের সেরাটা দিন, বাকিটা আল্লাহই আপনাকে দেবেন।