শনিবার   ৩০ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

বোয়িং-৭৩৭ ম্যাক্সের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত আমেরিকান এয়ারলাইন্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের যাত্রীবাহী বিমানের চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। চলতি বছরের আগস্ট পর্যন্ত এই মডেলের বিমানের ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইথিওপিয়া আর ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনা পর্যটন মৌসুমে বিপাকে ফেলেছে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোকে। বিশ্বের বৃহত্তম ম্যাক্স অপারেটর সাউথওয়েস্ট এয়ারলাইন্স ৩৪টি আর আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ২৪টি ম্যাক্স মডেলের বিমান চলাচল বন্ধ করেছে।

এ সিদ্ধান্তে জুন থেকে আগস্ট পর্যন্ত বাতিল হচ্ছে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের দৈনিক অন্তত ১৬০টি ফ্লাইট। আমেরিকান এয়ারলাইন্সের বাতিল হচ্ছে দৈনিক ১১৫টি ফ্লাইট। পর্যটন মৌসুমে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকলেও বিমানের অভাবে চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো। বেড়ে যাচ্ছে বিমানের ভাড়া।

 

এ বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ফ্লাইট বাতিলের কারণে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ক্ষতি হয়েছে ১৫ কোটি ডলার। প্রথম প্রান্তিকের লোকসানের মাত্রাটা আরও বেশি হবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।