মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫   শ্রাবণ ৬ ১৪৩২   ২৬ মুহররম ১৪৪৭

বেতন এক ডলার! নিরাপত্তায় ২ কোটি ডলার খরচ জাকারবার্গের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার পরিবারকে নিরাপত্তা দিতে ২০১৮ সালে খরচ হয়েছে দুই কোটি ২৬ লাখ ডলার। আগের বছরের তুলনায় এই অঙ্ক দ্বিগুণেরও বেশি। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে খবরে এ কথা বলেছে লন্ডনের অনলাইন গার্ডিয়ান। 

এতে বলা হয়, গত তিন বছর ধরে জাকারবার্গ বেতন হিসেবে নিচ্ছেন এক ডলার। তার অন্যান্য খরচের খাতে রয়েছে দুই কোটি ২৬ লাখ ডলার। এর বেশির ভাগই তার ব্যক্তিগত নিরাপত্তায় খরচ হয়। তার ও পরিবারের শুধু নিরাপত্তা খাতে খরচ হয়েছে প্রায় দুই কোটি ডলার। আগের বছর এই অঙ্ক ছিল ৯০ লাখ ডলার। ব্যক্তিগত বিমান ব্যবহারের জন্য তিনি পেয়ে থাকেন ২৬ লাখ ডলার। 

অন্যদিকে ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ২০১৮ সালে ঘরে তুলেছেন দুই কোটি ৩৭ লাখ ডলার। আগের বছর তার এই অংক ছিল দুই কোটি ৫২ লাখ ডলার।