মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বিশ্বকাপ দলে একমাত্র সিলেটী রাহী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের জন্য ১৫ জনের ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

১৫ জনের এই স্কোয়াডে একমাত্র সিলেটী হিসেবে দলে যায়গা করে নিয়েছেন তরুণ পেসার আবু জায়েদ রাহী। আর এরই মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াডে স্থান পেয়েছেন তিনি। তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।