সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

শান্তিরক্ষা মিশনে শহীদদের নামে রাস্তার নামকরণের দাবি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৫ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শহীদ হওয়া সেনাদের নামে রাস্তা নামকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শহীদ হওয়া সেনাদের নামে রাস্তা অথবা উড়ালসেতু নামকরণের দাবি জানিয়ে শহীদদের স্বজনরা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সিএলএনবি ও পিসকিপার্স মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের (প্রস্তাবিত) আয়োজনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধনে শহীদদের স্বজনরা বলেন, দেশের শহীদ শান্তিসেনাদের আত্মত্যাগে শা‌ন্তিরক্ষা মিশন দা হেমারশোল্ড জাতিসংঘ শান্তি পুরস্কার লাভ করলেও দেশে এসব শহীদ সেনাদের স্মরণে কোন একটি রাস্তা বা উড়ালসেতু নেই। তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাব তাদের নামে ঢাকা‌র রাস্তা বা উড়ালসেতু নামকরণ করা হোক।

বক্তারা আরো বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের আত্মত্যাগী বিশাল অবদান তাদেরকে বিশ্বের শীর্ষ শান্তিরক্ষী বাহিনীতে পরিণত করেছে। তাদের পরিশ্রমে অর্জিত অর্থ বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সি এল এন পির সভাপতি হারুনুর রশিদ, শ্রমজীবী ও শিল্প রক্ষা আন্দোলনের নেতা হারুনুর রশীদ ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য নার্গিস জাহান বানু , শ্রমিক নেতা ফজলুর রহমান বাবলু প্রমুখ।