মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৪৬ দিন। এরই মধ্যে অনেক দেশ তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। অন্যরাও ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের দল নিয়েও চলছিল বেশ আলোচনা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে ঘোষণা হল বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড।

মঙ্গলবার দুপুরে মিরপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হাবিবুল বাশার সুমন, আকরাম খান ও মিডিয়া উইংয়ের চেয়ারম্যান জালাল ইউনুস।

 

বিশ্বকাপে বাংলাদেশ দল মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে প্রত্যাশিত ক্রিকেট খেলার লক্ষ্যে ইংল্যান্ডে যাবে।

 

 

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান(সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত।

এই ১৫ জনের সঙ্গে আয়ারল্যান্ড সফরে বাড়তি দুজন যাবেন- ইয়াসির আলী রাব্বি ও নাইম হাসান।