শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

অন্য বিভাগে পড়েও নার্সি পেশায় সুযোগ সৃষ্টির নির্দেশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

শুধু বিজ্ঞান বিভাগ নয়, অন্যান্য বিভাগে পড়েও নার্সি পেশায় আসার সুযোগ সৃষ্টি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯' এর উদ্বোধন অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি।

শেখ হাসিনা বলেন, গত ১০ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করছে সরকার। এসময় তিনি মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।