নুসরাত হত্যায় জড়িত সন্দেহে মনি আটক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৪ এএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন কামরুন নাহার মনি নামে আরেকজনকে আটক করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার রাতে ফেনী থেকে তাকে আটক করা হয়। ফেনী জেলা পিবিআিইয়ের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান গ্রেফতার প্রসঙ্গটি নিশ্চিত করেছেন।
মনি নুসরাত হত্যার অন্যতম আসামি শাহাদাত হোসেন শামীমের সম্পর্কে ভাগ্নি। হত্যার দিন মনি এক লিটার কেরোসিন বহন করে মাদরাসায় আসে। তদন্তের প্রয়োজনে মনিকে আটক করা হয়েছে বলে জানায় পিবিআই।
এর আগে, নুসরাত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শাহাদাত হোসেন শামীমকে আটক করে পিবিআই। সোমবার বিকেলে সোনাগাজী উপজেলার পশ্চিম তুলাতলি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আলোচিত এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার ও একজনকে আটক করেছে পিবিআই।
