কৌতুক করতে গিয়ে মঞ্চেই মৃত্যু!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০২ এএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার

কৌতুক করতে গিয়ে মঞ্চেই মৃত্যু হলো খ্যাতিমান কৌতুক অভিনেতা ইয়ান কগনিতোর। লন্ডনের বিস্টার শহরের বারে দর্শকদের হাসাচ্ছিলেন খ্যাতিমান এই কৌতুক অভিনেতা।
অভিনয়ের অংশ হিসেবে হঠাৎ করে বলে ওঠেন, 'যদি আমি এখন মরে যাই।' এই কথা বলেই সঙ্গে সঙ্গে বুকে হাত দিয়ে মঞ্চে বসে পড়লেন কগনিতো। উপস্থিত দর্শকরা তখনও ভেবেছিল হয়তো এটিও তার অভিনয়। কিন্তু পাঁচ মিনিট পর সবাই বুঝতে পারলো ব্যাপারটা যে স্বাভাবিক নয়। জরুরি সংস্থা সাউথ সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিসে খবর দেয়ার পর ঘটনাস্থলে ডাক্তার এসে কগনিতোকে চেক করে জানালেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঞ্চেই কগনিতোর মৃত্যু হয়েছে!