আমার সময়েও শান্তি চায়নি তালেবান : কারজাই
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০২ এএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, ক্ষমতায় থাকার সময় তিনিও তালেবানের সঙ্গে আলোচনার চেষ্টা করেছেন। শান্তির জন্যই তিনি আলোচনা চেয়েছিলেন। কিন্তু তালেবান তাতে রাজি হয়নি।
জার্মান সংবাদ মাধ্যম 'ডি প্রেস'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
কারজাই বলেন, তিনি কখনোই তালেবানের সঙ্গে আলোচনার বিরোধী ছিলেন না। তবে কাতারের দোহায় তালেবানের দপ্তর খোলার বিরোধিতা করেছিলেন। কারণ তিনি আশঙ্কা করেছিলেন দোহা দফতর প্যারালাল সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে।
তালেবান প্রথম থেকেই আফগান সরকারের সঙ্গে আলোচনার বিরোধিতা করে আসছে।
তালেবান আফগান সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় বলে প্রকাশ্যেই বহুবার ঘোষণা দিয়েছে। কারণ তারা মনে করে আফগান সরকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুতুল। তবে মার্কিন সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় তালেবানের আপত্তি নেই।