শনিবার   ৩০ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

বাবার ধর্ষণের শিকার তরুণীর বিষ পানে আত্মহত্যা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৬ এএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার

বাবার দ্বারা ধর্ষণের শিকার হয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে এক তরুণী। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের জম্মু ও কাশ্মীরে।

শনিবার ধর্ষক ওই বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ ঘটনায় থানায় বাবার বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে ছোট বোন। সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। 
 
এফআইআর-এ ধর্ষিতার ছোট বোন জানিয়েছে, নিজের মেয়েকে ধর্ষণ করেছে বাবা। এই 'মেন্টাল ট্রমা' সহ্য করতে পারেনি বড় বোন।

 

শনিবার এই ঘটনার পরেই বিষ পান করে সে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন তাকে। 

আত্মঘাতী তরুণীর মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।