শুভ জন্মদিন আমিন খান
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:২১ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
আজ (সোমবার) ঢালিউডের অন্যতম সফল নায়ক আমিন খানের জন্মদিন। ঘরোয়া ভাবে তার স্ত্রী স্নিগ্ধা খান এবং দুই সন্তান ফারহান ও ইশানকে নিয়েই দিনটি কাটাবেন তিনি । নিজের জন্মদিন বলে আজ তেমন কোনো কাজও রাখেননি এই চিত্র তারকা।
আমিন খান অভিনয়ের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের হেড অব ব্র্যাণ্ড ম্যানেজম্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্রে অনেকটা অনিয়মিত এক সময়ের রুপালি পর্দা কাপানো এই তারকা। তবে পছন্দের গল্পের সিনেমা ও নাটকে কাজ করছেন তিনি। এরইমধ্যে আমিন খান প্রায় শেষ করেছেন সাদেক সিদ্দিকীর নির্দেশনায় ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন পপি। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘অবতার’ সিনেমাটি।
জন্মদিন প্রসঙ্গে আমিন খান বলেন, জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। সুস্থ থাকতে পারি। আমার ভক্ত দর্শকের কাছে আমি কৃতজ্ঞ যে তারা এখনো আমার অভিনীত সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করেন। এই ভালোবাসাই প্রকৃত ভালোবাসা।
গত ১ অক্টোবর আমিন খান সিনেমায় পথচলার পঁচিশ বছর পূর্ণ করলেন। ১৯৯৩ সালের ১ অক্টোবর সনি কথাচিত্রের মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি হৃদয়’ দিয়ে নায়ক হিসেবে তার অভিষেক হয়।
আমিন খান অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘তোমার আমার প্রেম’, ‘কাল্লু মামা’ ‘মুখোমুখি’, ‘ফুল নেবোনা অশ্রু নেবো’, ‘হৃদয়ের বন্ধন’, ‘মরণ কামড়’, ‘টোকাই থেকে হিরো’, ‘চাকরের প্রেম’, ‘বিরোধী দল’,‘ আজ গায়ে হলুদ’, ‘আম্মাজান’ ইত্যাদি।
