শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

মাদকমুক্ত সমাজ গড়াই নতুন বছরের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৫ এএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পহেলা বৈশাখে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া দেশজুড়ে নিরাপত্তা বাড়াতে নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। এসময় নতুন বছরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ায় প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রীর। 

রোববার সকালে রমনা পার্ক থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শাহাবাগ মোড় ঘুরে আবারো রমনায় গিয়ে শেষ হয়। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারী।

 

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। 

ডিএমপি কমিশনার আছাদুজ্জামন মিয়াসহ পুলিশের সব ইউনিটের প্রধান ও  উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।