শনিবার   ৩০ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

হাসপাতাল ত্যাগ করলেন দালাই লামা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা ও তিব্বতের নির্বাসিত ধর্মগুরু দালাই লামাকে শুক্রবার নয়াদিল্লির একটি হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বুকের সংক্রমণে ভোগা ৮৩ বছর বয়সী এ নেতা হাসপাতালে তিনদিন ভর্তি থাকার পর তাকে ছেড়ে দেয়া হলো। তার ব্যক্তিগত মুখপাত্র এ কথা জানান। খবর এএফপি’র।

তেনজিন তাকলহা এএফপি’কে বলেন, ‘শুক্রবার সকাল ৮টায় দালাই লামাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি এখন অনেক ভাল বোধ করছেন।’

বৌদ্ধ এ ধর্মগুরুকে গত মঙ্গলবার ভারতের রাজধানীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একদিকে তিনি তিব্বতীয় আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত। অপরদিকে তিনি চীনের একটি কাঁটা।

 

বৃহস্পতিবার তাকলহা জানান, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এ আধ্যাত্মিক নেতা ইতোমধ্যে তার ‘স্বাভাবিক নিয়মে ফিরে গেছেন এবং তিনি প্রাত্যহিক কিছু ব্যায়ামও করছেন।

তিনি আজই (শুক্রবার) ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত তার বসবাসের স্থান ধর্মশালায় চলে যাবেন। হাজার হাজার ভক্তকে নিয়ে প্রায় ছয় দশক ধরে সেখানে তিনি স্থায়ীভাবে নির্বাসিত জীবনযাপন করে আসছেন।