চুয়াডাঙ্গায় এএসপির গাড়িতে হামলা, হামলাকারী আটক
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৫৪ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
চুয়াডাঙ্গায় দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু রাসেলের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার পর এএসপির দেহরক্ষীর গুলিতে আহত হামলাকারীকে আটক করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের আকন্দবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হামলাকারীর নাম মো. টিটু মিয়া (৩০)। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পাড়ার মোজাহিদ হোসেনের ছেলে। রাতে এ খবর লেখা পর্যন্ত হামলাকারীর সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানায়, রোববার জীবননগর উপজেলার উথলীতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ছয়জন আহত হয়। এএসপি আবু রাসেল ওই এলাকা পরিদর্শন শেষে নিজ দপ্তরে ফিরছিলেন। এ সময় সদর উপজেলার আকন্দবাড়িয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী এক তরুণ পাশকাটিয়ে সামনে এগিয়ে যায়। একপর্যায়ে এএসপির গাড়িতে অজ্ঞাত বস্তু দিয়ে হামলা করে। এতে গাড়ির চালকের দিকে জানালার কাচের শেড ভেঙে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জানান, পুলিশের গাড়িতে (পিকআপ) হামলা চালানোর পর ওই তরুণ গাড়ির সামনে আঁকাবাঁকাভাবে (জিগজাগ) দ্রুতগতিতে চলতে থাকে। এরপর পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে তাঁকে ধাওয়া করে এবং প্রায় দুই কিলোমিটার ধাওয়ার পর দর্শনা বন্দর সড়কে পৌঁছালে এএসপির দেহরক্ষী পিস্তল দিয়ে হামলাকারীর পা লক্ষ্য করে গুলি ছোড়েন। ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে পুলিশ তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আওলিয়ার রহমান জানান, পায়ে আঘাত ছাড়াও মাথার পেছনে ও কপালে আঘাতের চিহ্নে আছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সহকারী পুলিশ সুপার আবু রাসেল জানান, রাত ৯টার দিকে জীবননগর -চুয়াডাঙ্গা সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুইজন আমার গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে গাড়ির ডান দিকের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় পুলিশ হামলাকারীদের ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি ছুঁড়লে পায়ে গুলিবিদ্ধ হয়ে টিটু নামে এক যুবক আটক হয়। আটক টিটু দামুড়হুদা দর্শনা ইসলাম বাজারের মৃত মোজাহিদ আলীর ছেলে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
রাতেই চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম তাৎক্ষণিক এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িতে হামলা চালিয়ে বড় ধরনের অঘটন ঘটনানোর পরিকল্পনা ছিল হামলাকারীদের। তবে অল্পের জন্য পুলিশের সবাই প্রাণে রক্ষা পেয়েছেন।
