বোলিংয়ে এগিয়ে ফরহাদ রেজা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

ঢাকা প্রিমিয়ার লিগে ফরহাদ রেজা রীতিমত আগুন ঝড়াচ্ছেন। ১১ খেলায় ২৭ উইকেট নিয়ে তিনি সবার ওপরে। তার ধারে কাছেও নেই আর কেউ।
লিগের পুরো প্রথম পর্বে দুবার চার উইকেট আর একবার ৫ উইকেট শিকারি ফরহাদ রেজার এই সাড়া জাগানো বোলিং তার সেরা অর্জন। নির্বাচকরাও ফরহাদ রেজার বোলিংয়ের সন্তুষ্ট।
ওভার পিছু ৪.৭৩ রান দেয়া ফরহাদ রেজার বোলিং গড় ১৬.৫৯। ম্যাচে সেরা বোলিং ৫/৪০।
বল হাতে ফরহাদ রেজার দাপটের মাঝে প্রথম পর্বে ২০ উইকেটের বেশি পেয়েছেন আর দুই বোলার।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতির তরুণ পেসার রবিউল হক ২২ এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি’র) তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ শিকার করেছেন ২০ উইকেট।
ডিপিএলে এ পর্যন্ত সেরা বোলারের তালিকা:
১. ফরহাদ রেজা: ১১ ম্যাচে ২৭ উইকেট, সেরা বোলিং ৪০ রানে ৫ উইকেট
২. রবিউল হক: ১১ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ৪১ রানে ৫ উইকেট
৩. হাসান মুরাদ: ১১ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ৩০ রানে ৪ উইকেট
৪. দেলোয়ার হোসেন: ১০ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ১৯ রানে ৫ উইকেট
৫. কামরুল ইসলাম রাব্বি: ১১ ম্যাচে ১৭ উইকেট, সেরা বোলিং ২৪ রানে ৫ উইকেট
৬. সোহাগ গাজী: ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ২১ রানে ৪ উইকেট
৭. আরাফাত সানি: ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৬২ রানে ৪ উইকেট
৮. নাবিল সামাদ: ১০ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ২৯ রানে ৩ উইকেট
৯. মোহাম্মদ শহীদ: ১০ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ২৩ রানে ৪ উইকেট
১০. সালাউদ্দিন শাকিল: ১০ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ২১ রানে ৪ উইকেট