ফের পাকিস্তানে টেস্ট ক্রিকেট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২২ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

সবকিছু ঠিক থাকলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেই নিজেদের মাটিতে আবারো দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।
২০০৯ এ শ্রীলংকা ক্রিকেট দলের উপর নারকীয় জঙ্গি হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে কার্যত নির্বাসিত রয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে সেখানে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। তারপরও আন্তর্জাতিক দল বা খেলোয়াড়রা এখনো পাকিস্তান সফরকে অনিরাপদ মনে করেন।
তবে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সঙ্গে টেস্ট সিরিজ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা বলে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে হোম ম্যাচ দুটি পাকিস্তান খেলবে লাহোর ও করাচিতে। যদিও ঐ ম্যাচ দুটির সূচি এখনও চূড়ান্ত হয়নি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডে বড় রদবদল আসার পর বোর্ডের কর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য। বিশ্ব একাদশ পাকিস্তান সফরে স্বাগতিক দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর পাকিস্তান সফরে গিয়েছিল শ্রীলংকা ওয়ানডে দল। এর আগে জিম্বাবুয়ে দলের পাকিস্তান সফরের মাধ্যমে পাকিস্তানের মাটিতে ৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে না পারার খরা দূর হয়।
২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত অনুষ্ঠিতব্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলংকা, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। শ্রীলঙ্কাকে রাজি করাতে পারলেও বাংলাদেশকে অবশ্য এখনও পাকিস্তান সফরের জন্য রাজি করাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সদ্য সমাপ্ত পাকিস্তান-অস্ট্রেলিয়ার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজেও অজিদের পাকিস্তান সফরের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সে প্রস্তাব গ্রহণ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।