শনিবার   ৩০ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

ভুটানের সঙ্গে পাঁচ সমঝোতা স্মারক সই শনিবার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১১ এএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সফরে ট্রানজিট সুবিধাসহ, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও জন প্রশাসন প্রশিক্ষণের ক্ষেত্রে ৫টি সমঝোতা স্মারক সই হবে।

শুক্রবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন ভুটানের প্রধানমন্ত্রী।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শনিবার বাংলাদেশ ও ভুটানের প্রধানমন্ত্রী বৈঠক হবে। এতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ট্রানজিট সুবিধাসহ ৫টি সমঝোতা স্মারক সই হবে।

তিনি জানান, বাণিজ্যে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশ-ভুটান-ভারত ও নেপাল নিয়ে গঠিত বিবিআইএনকে শক্তিশালি করার বিষয়েও একমত দুই দেশ।

এর আগে শুক্রবার সকালে ২০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় ৩ দিনের সফরে আসেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের সময় পহেলা বৈশাখ উদযাপন করতে সুরের ধারা আয়োজিত হাজারো কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী।