শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রচারণা বাণিজ্য: টাকার মালা দেখে উঠে দাঁড়ালেন ফখরুল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২৯ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

মনোনয়ন বাণিজ্যের পর এবার বিএনপি’র বিরুদ্ধে প্রচারণা বাণিজ্যের অভিযোগ উঠেছে। শিবগঞ্জ সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচনী জনসভায় জনসম্মূখে দলীয় নেতাকর্মী (নারী-পুরুষ) লাইন ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় লাখ লাখ টাকার মালা পরিয়ে দেওয়ার পর দেশব্যাপী এ নিয়ে চরম সমালোচনাও হচ্ছে।

এরই মধ্যে নারী পুরুষ লাইন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় টাকার মালা পরানোর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। 

জানা যায়, নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে রোববার শিবগঞ্জ সিনিয়র মাদ্রাসা মাঠে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। জনসভায় উপস্থিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এসময় ক্লান্ত ও পরিশ্রান্ত শরীরে ঝিমুনি ভাবেও দেখা যায়। সভা চলাকালেই পাশ থেকে স্থানীয় এক নেতা মির্জা ফখরুলকে টাকার মালা পরানোর কথা বললে তিনি তাৎক্ষণিক দাঁড়িয়ে যান। 

সভায় উপস্থিত থেকে দেখা যায়, নারী পুরুষ সমান তালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাখ লাখ টাকার গলার মালা পরিয়ে দিচ্ছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবারই মাথা নুয়ে সেই লাখ টাকার গলার মালা সাদরে গ্রহন করছেন। 

নির্বাচনী জনসভায় টাকার মালা গ্রহণ করা কতটুকু যোক্তিক এই বিষয়ে জানতে চেয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) থেকে কাউকে বক্তব্য দেওয়ার জন্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু রেজা চৌধুরী বলেন, একটা সময় দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা প্রকাশ্যে স্বর্ণের উপহার গ্রহণ করতো। এ নিয়ে জনগণের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়াও তৈরী হতো। বর্তমানে উপঢৌকনের এমন সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলোর নেতারা বের হয়ে আসলেও বিএনপি’র মতো বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিবের এমন কাণ্ড অবশ্যয় খারাপ সংকেত।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনা দেখা দিয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করেছেন মনোনয়ন বাণিজ্যের পর বিএনপি এবার প্রচারণা বাণিজ্যও চালিয়ে যাচ্ছে।