এক মৌসুম পর সুপার লিগে মোহামেডান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

২৫০ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ হলেও খেই হারানো মোহামেডান দাঁড়িয়েছিল হারের কিনারায় গিয়ে। তাতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাদের গত আসরের নিয়তিই মেনে নিতে হবে বলে মনে হচ্ছিল। সেবার সুপার লিগে উঠতে না পারা ঐতিহ্যবাহী এই দলটি অবশ্য গতকাল ফতুল্লায় বিকেএসপির কাছে হারতে হারতে রুদ্ধশ্বাস জয় বের করেছে দুই টেল এন্ডারের ব্যাটে। শেষ ওভারে জেতার জন্য মাত্র ১ উইকেট হাতে নিয়ে তাদের দরকার ছিল ৯ রানের। দুই বোলার কাজী অনিক ও সাকলায়েন সজীবের ব্যাটে আসা একটি করে বাউন্ডারিতে ১ বল বাকি থাকতে জেতা মোহামেডান তাই এবার সুপার লিগে উঠতে পারার আনন্দে উজ্জ্বল। ১১ ম্যাচে পাওয়া ষষ্ঠ জয়ে তারা পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানেই। শেষ দল হিসেবে মোহামেডান ডিপিএলের প্রথম পর্বের শেষ দিনে উঠল সুপার লিগে। তাদের আগে সেরা ছয় নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর এবং শেখ জামাল ধানমণ্ডি।
টস জিতে ব্যাটিং নেওয়া বিকেএসপি পায় ৪২ রানের সূচনা। এই ভিতের ওপর দাঁড়িয়ে বড় নয়, তবে বেশ কিছু কার্যকর ইনিংসে মোহামেডানকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারে দলটি। একমাত্র ফিফটি আমিনুল ইসলামের (৬০)। ফিফটি না করলেও দারুণ অবদান রেখেছেন শামীম হোসেন (৪৯), আকবর আলী (৩৮) এবং পারভেজ হোসেন ইমনরাও (৩৮)। মোহামেডানের বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস ৩৭ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। জবাবে লিটন কুমার দাশ ও ইরফান শুক্কুরের ব্যাটে ৭৭ রানের সূচনায় আঁচ করার উপায়ই ছিল না যে তাঁদের ব্যাটিংও লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। সেটিও করেছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও নওশাদ ইকবাল মিলে। ইরফানকে (৪১) ফিরিয়ে মুরাদ ওপেনিং জুটি ভাঙার পর অভিষেক মিত্রকে নিয়ে লিটনের জুটিও জমে উঠছিল প্রায়। কিন্তু ফিফটির পরপরই লিটনকে (৫৩) শিকার বানান নওশাদ। অভিষেকের সঙ্গে আরেকটি প্রায় পঞ্চাশ ছোঁয়া পার্টনারশিপের পথে থাকা রকিবুল হাসানও (৩৫) তাঁর শিকার। এরপর তিন বলের মধ্যে মোহাম্মদ আশরাফুল (৩) ও অধিনায়ক নাদীফ চৌধুরীকে (০) ফিরিয়ে মোহামেডানকে বিশাল ধাক্কা দেন মুরাদ। দলকে ২১৪ রানে রেখে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ম্যাচ সেরা অভিষেকও (৬৫) যখন তাঁর শিকার, তখনই মোহামেডানের জয়ের সম্ভাবনা ঝুলে যায়। তবে দশ ও এগারো নম্বর ব্যাটসম্যানের ব্যাট এক মৌসুম পর আবার সুপার লিগ খেলার স্বস্তি এনে দেয় মোহামেডানকে। ওদিকে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ব্যাংক। সমান ১৬ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে তারা জেতায় আবাহনী তিন নম্বরে। চার ও পাঁচে দোলেশ্বর ও শেষ জামাল। ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রূপগঞ্জই। বৃষ্টি আইনে কাল ১৫ রানে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাছে হেরে গেলেও রেলিগেশন লিগ খেলা এড়িয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। মুখোমুখি লড়াইয়ে তাদের কাছে হেরে যাওয়ায় রেলিগেশন লিগে উত্তরা স্পোর্টিং ও বিকেএসপির সঙ্গী হয়েছে ব্রাদার্স ইউনিয়নও।