মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সাইফকে হারিয়ে শীর্ষেই রইল কিংস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

শুরুতে সাইফ স্পোর্টিং গোল করে চমকে দিয়েছিল। এরপর বসুন্ধরা কিংসের আধিপত্য এবং গোলের জোয়ারে সেটা শেষ পর্যন্ত চমক হয়েই থাকে। তিন বিদেশির গোলে স্বাধীনতা কাপজয়ীরা ৩-২ গোলে সাইফকে হারিয়ে ধরে রাখে শীর্ষস্থান। অপরাজিত কিংসের ১১ খেলায় ১০ জয় ও এক ড্রয়ের সুবাদে ৩১ পয়েন্ট। তাদের ঠিক পেছনে ১১ খেলায় ২৭ পয়েন্ট গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর। প্রথম লেগে দুই দলেরই বাকি আছে একটি করে ম্যাচ। সেটি হারলেও কিংস শীর্ষস্থানে থেকে শেষ করবে প্রিমিয়ার লিগের প্রথম লেগ।

নীলফামারীতে সাইফের গোলটি ছিল মৌচাকে ঢিলের মতো। সেটি খেয়েই তেড়েফুঁড়ে উঠে বসুন্ধরা কিংস প্রথমার্ধেই ৩-১ গোলের লিড নেয়। ম্যাচও যেন শেষ হয়ে যায় ওখানে। কিংসের টেকনিক্যাল ম্যানেজার যোবায়ের নিপুও মনে করেন প্রথমার্ধেই তাদের ম্যাচ জেতা হয়ে যায়, ‘গোল খেতেই পারে। খাওয়ার পর কোনো চাপ নেয়নি আমাদের ছেলেরা। কারণ তারা জানে, পিছিয়ে থেকেও ম্যাচ জেতার ক্ষমতা আছে এই দলের। সেটাও তারা করে দেখিয়েছে প্রথমার্ধে। সেই ধারা বজায় থাকলে দ্বিতীয়ার্ধে আরো গোল হতো। কিন্তু বিরতির পর তারা হালকা মেজাজে খেলেছে, তাই শেষে একটি গোল খেয়ে বসে।’ আসলে ৩-১ গোলে লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তাদের গোলের তাড়নাও ছিল না ওরকম।

তবে দলটির পরিণতি বোধ এখন অনেক। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে যেমন গোল খেয়ে পুরো এলোমেলো হয়ে গিয়েছিল, সেটা এখন আর নেই। গতকাল শুরুতে সাইফের গোলের পরও তারা খেলেছে স্বাভাবিক ফুটবল। ৩ মিনিটে সাজ্জাদ হোসেনের কর্নার কিকে কলম্বিয়ান ডিফেন্ডার আন্দ্রেসের সাইডভলিতে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এরপর শুরু হয় তাদের ম্যাচে ফেরার লড়াই। খেলে আধিপত্য বজায় রেখে। ২৬ মিনিটে মার্কোস ভিনিসিয়াসের দুর্দান্ত শট একবার ফিরিয়ে দেন সাইফের গোলরক্ষক জিয়াউর রহমান। এর মিনিট ছয়েক বাদেই এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড করেন চমৎকার এক গোল। ইমন বাবুর লং বলটি ভিনিসিয়াস বুকে নামিয়ে এক ডিফেন্ডারকে বডি ডজে ছিটকে ফেলে বাঁ পায়ে দারুণ ফিনিশ করেন। ম্যাচ ফেরে সমতায়। ৪২ মিনিটে লিড নেওয়ার গোলের উৎসও ইমন মাহমুদ। ডান দিক থেকে এই মিডফিল্ডারের এক ডেলিভারিতে গোলরক্ষক পরাস্ত, এক ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে হেড করেন। পোস্টের সামনে দাঁড়ানো পাল্টা হেডে কোস্টারিকান বিশ্বকাপার ড্যানিয়েল কলিনড্রেস বল জালে পৌঁছে দেন। বিরতিতে যাওয়ার আগে ইনজুরি টাইমে আরেক বিদেশি বখতিয়ার দুশবেকভের গোলে ৩-১ গোলে লিড নেয় কিংস। মতিন মিয়া ডান দিক ধরে ঢুকে পোস্টের সামনে ঠেললেও প্রথমে ভিনিসিয়াস পড়ে ডিফেন্ডারের চ্যালেঞ্জের মুখে। পরে সেই বল পোস্টে ঠেলেন কিরগিজস্তানের এই মিডফিল্ডার।