রোববার   ২৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১   ১৯ শাওয়াল ১৪৪৫

গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১২ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

নোয়াখালীর এওজবালিয়ার এক যুবলীগ নেতাকে মঙ্গলবার বিকালে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

নিহত মো.হানিফ দক্ষিণ শুল্লুকিয়া গ্রামের মো.মফিজ উল্যার ছেলে এবং এওজবালিয়া ইউপির ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

নিহত সঙ্গে মো.লিটন নামের অপর এক যুবলীগ নেতা আহত হয়েছে।

 

এঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ধ্যায় জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে একরামুল করিম চৌধুরী বলেন, বিকালে হানিফসহ স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা দক্ষিণ শুল্লুকিয়া গ্রামের কাজী পাড়ায় নৌকার পক্ষে গণসংযোগ করছেন। এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম রিজভীর বাড়িতে ইউপি বিএনপির সভাপতি মো.শাহজাহানের নেতৃত্বে উঠোন বৈঠক চলছিলো।

উঠোন বৈঠক থেকে যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা অর্তকিত হামলা ছালিয়ে যুবলীগ নেতা হানিফকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে। তাদের হামলায় যুবলীগ নেতা মো.লিটন নিহত হয়।

একরামুল করিম চৌধুরী আরো বলেন, সকালে জেলার কবিরহাট উপজেলায় মওদুদ আহম্মদের পথসভার নেতাকর্মীরা যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলায়। এরপর দুপুরে সদর উপজেলার খলিফারহাট বাজারে দাদপুর ইউপি যুবলীগ নেতা জহির মেম্বারকে হত্যার উদেশ্যে গুলি করে বিএনপি-যুবদলের সন্ত্রাসীরা।

 

সংবাদিক সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে যুবলীগ নেতা হানিফকে হত্যার পর শুল্লুকিয়া গ্রামসহ আশ-পাশের এলাকায় বিক্ষোভ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে তারা হানিফ হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।