নুসরাত হত্যার অন্যতম আসামি ভালুকায় গ্রেফতার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২৬ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার
ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম আসামি নূর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে ভালুকার সিডস্টোর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ময়মনসিংহ পিবিআই। এ তথ্য জানান ফেনী জেলা এসপি এস এম জাহাঙ্গীর আলম সরকার।
নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলার মুক্তির দাবিতে আন্দোলন করেছিলেন নুর উদ্দিন। নুসরাত হত্যা মামলার দুই নম্বর আসামি সে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদুল আলম ও তার সহযোগী মো. জাবেদকে গ্রেফতার করে পিবিআই। মুকসুদুল আলমকে ঢাকা এবং তার সহযোগীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গত ৬ এপ্রিল নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে তার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
