মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্দ্রে রাসেলের দুর্বলতা কী?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১১ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

তিনি বিধ্বংসী হয়ে উঠলে জয় নিশ্চিত। তার ব্যাটের ঝড়েই একের পর এক ম্যাচ জিতেছে নাইট বাহিনী। বিপক্ষের জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দেন তিনি। তিনি আন্দ্রে রাসেল। 

মালিক শাহরুখ খানও মজে থাকেন 'বাহুবলী' রাসেলেই। এহেন রাসেলের দুর্বলতা খুঁজছে আইপিএল'র বিপক্ষের বোলাররা। তবে বিপক্ষের কেউ নয়, রাসেলের দুর্বলতা ফাঁস করলেন ক্যারিবিয়ানেরই সতীর্থ কুলদীপ যাদব। 

এক সাক্ষাৎকারে স্পিনার জানান, 'ঘূর্ণি খেলতে সমস্যা হয় ওর। এটা আমি লক্ষ্য করেছি। রাসেলের জন্য বিশ্বকাপে বিশেষ পরিকল্পনা রয়েছে আমার। স্পিনারদের ক্ষেত্রে ঝুঁকি নেয় না রাসেল। তবে পেস বোলারদের জন্য ও যম।'