শনিবার   ৩০ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

যে কারণে মেগানের ওপর চটেছেন রানি এলিজাবেথ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪১ এএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

ব্রিটিশ রাজপরিবারের নবীনতম বধূ মেগান মার্কেল। আর তার ওপর চটেছেন রানি এলিজাবেথ। কারন হিসেবে জানা গেছে, মেগান নাকি রানির কথা অমান্য করেছেন। আর এখানেই ঘটেছে বিপত্তি। 

আসলে ওজন কমানোর ব্যাপারে খুবই সচেতন মেগান।  শুধু নিজের নয়, গোটা নারীসমাজের ওজন কমানো নিয়ে কাজ করছেন মেগান। ‘কেটো পিওর’ নামের ওজন কমানোর এক টোটকা বাজারে এনেছেন তিনি। 

এরপর মেগান রানির কাছে আবেদন করেছিলেন, রাজদায়িত্ব কিছুটা কমিয়ে দিতে। যেন তিনি নিজের প্রতি যত্নশীল হতে পারেন। তবে রানি তাতে আপত্তি করেছেন। কিন্তু মেগান নিজের স্বপ্নের বেলায় অনড়। এরপর ব্রিটিশ রাজপরিবার থেকে নাকি মেগানকে বেরিয়ে যেতেও বলা হয়।

 

এমন পরিস্থিতে ‘এন্টারটেইনমেন্ট টুডে’-কে এক সাক্ষাৎকার দেন মেগান মার্কেল। সেই সাক্ষাৎকারে মেগানকে প্রশ্ন করা হয়, ওজন কমানো নিয়ে রাজপরিবার থেকে বেরিয়ে যাওয়ার জন্য আপনাকে বলা হয়েছে। আপনি কি বিষয়টি একটু খোলাসা করবেন?

এ প্রশ্নের জবাবে মেগান বলেন, ওজন কমানোর বিষয়ে সময় দেওয়ার কারণে রাজপরিবার নাখোশ। ভবিষ্যতে আমি কোন দিকে মনোযোগী হব, এ ব্যাপারে তারা আমাকে সিদ্ধান্ত নিতে বলেছিল। ভীষণ মন খারাপ হয়েছিল আমার। তাই পরে সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার নতুন উদ্যোগের যে স্বপ্ন দেখেছি, সেটাতেই অটল থাকব।

আরেকটি প্রশ্নের জবাবে মেগান বলেন, আমি চেয়েছিলাম নারীকেন্দ্রিক একটি ব্যবসা চালাতে এবং সেটির সৃজনশীল নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে। কখনো বুঝতে পারিনি যে আমার লক্ষ্যের ব্যাপারে যা করব, তা তাদের মনের মতো হতে হবে। তবে ওজন ঝরানোর ব্যাপারে আমি আপোষহীন।