শনিবার   ৩০ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

পাকিস্তানি পাইলটদের রাফায়েল ওড়ানোর প্রশিক্ষণ দেয়নি ফ্রান্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪০ এএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

ফান্সের মাটিতে আদৌ কোনো পাকিস্তানি পাইলটকে রাফায়েল বিমান ওড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়নি। পাকিস্তানি পাইলটদের রাফায়েল ওড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে যে খবর রটেছে তা ভুয়া বলে দাবি করল ফরাসি সরকার। 

সংবাদ মাধ্যম এনডিটিভি এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ৷ ওই প্রতিবেদন অনুসারে, ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত আলেকজান্ডার জিয়েগলার জানিয়েছেন, কোনো সন্দেহ নেই যে এই খবর ভুয়ো।

এমন বিতর্কিত রিপোর্টটি এআইএন অনলাইন ডট কম নামের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। কাতারের বিমান বাহিনীর হাতে থাকা রাফায়েল যুদ্ধবিমানের সাহায্যে নিজেদের পাইলটদের এই বিমান ওড়ানো শেখাচ্ছিল পাকিস্তান। যাতে বলা হয়েছিল, ফ্রান্সের মাটিতে ২০১৭ সালের নভেম্বরে চলেছিল এই প্রশিক্ষণের কাজ। 

 

উল্লেখ্য, এমন খবরে স্বভাবতই উদ্বেগ বাড়ে ভারতের। কারণ, অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমানকে ভর করেই আকাশযুদ্ধে নিজেদের শক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ভারতের।

কিন্তু এনডিটিভি'র প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দাসোঁ অ্যাভিয়েশনের কর্মকর্তাদের এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তারাও জানিয়েছেন, কাতার এয়ার ফোর্সের হয়ে পাকিস্তানি পাইলটরা রাফায়েল ওড়াতে প্রশিক্ষণ নিয়েছেন, এমন কোনও খবর তাদের কাছে নেই।