শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াই জিতে সুপার লিগে মোহামেডান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য। একটা সময় মনে হলো, খুব সহজেই জিতে যাবে মোহামেডান লিমিটেড। তারপর আবার ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। শেষ ওভার পর্যন্ত বোঝা যাচ্ছিল না, কোন দল আসলে জিতবে। অবশেষে শেষ হাসি হাসলো ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানই।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিলিয়ার লিগের (ডিপিএল) রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ইনিংসের ১ বল বাকি থাকতে বিকেএসপিকে ১ উইকেটে হারিয়েছে মোহামেডান। এই জয়ে সুপার লিগও নিশ্চিত হয়েছে সাদা-কালোদের।