মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

হলিউড চলচ্চিত্রে ঐশ্বরিয়া

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

হলিউডে অভিনয়ের জন্য বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রস্তাব পাওয়াটা নতুন কিছু না। তবে সম্প্রতি তিনি নাকি একটি হলিউড চলচ্চিত্রে অভিনয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ঐশ্বরিয়া নতুন হলিউড প্রজেক্টটিতে কাজ করার জন্য আগ্রহী। কাগজপত্রের প্রক্রিয়া চলছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে চলচ্চিত্রটির ঘোষণা আসতে পারে। যদিও বিষয়টি নিয়ে সাবেক এই বিশ্ব সুন্দরী এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এছাড়া চলচ্চিত্র সংক্রান্ত অন্যান্য কোনও তথ্যও পাওয়া যায়নি। ২০১৮ সালে রাজকুমার রাও’র সঙ্গে শেষবার ‘ফান্নে খান’ সিনেমা নিয়ে পর্দায় হাজির হয়েছেন এই অভিনেত্রী।

কিছুদিন আগে ‘গুলাব জামুন’ নামের একটি চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিলেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন স্বামী অভিষেক বচ্চন।