মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণদের মাদক ছাড়ার আহ্বান পূর্ণিমার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১১ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

জামালপুরের দেওয়ানগঞ্জে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত হয় মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা।

জামালপুর পুলিশ লাইনের আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় কনসার্টটি। সেখানে বেশ কয়েকটি গানের তালে নাচেন তিনি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তরুণ-তরুণীদের উদ্দেশ্যে পূর্ণিমা বলেন, এখনকার তরুণ সমাজ দিন দিন মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। মাদক শুধু একজন ব্যক্তি, একটি পরিবারকে ধ্বংস করছে না, পুরো সমাজকে ধ্বংস করছে। এ যুদ্ধে আমাদের অবশ্যই জয়ী হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সমাজের সর্বস্তরের সচেতনতা প্রয়োজন।

এদিকে অনুষ্ঠান থেকে ফেরার পথে হাইওয়ের পাশে একটি দোকানে পান বিক্রি করে ভাইরাল হন তিনি। ‘পানওয়ালি’ ক্যাপশনে শেয়ার করা এই ভিডিওতে দেখা যায় ইভান শাহরিয়ার পূর্ণিমার কাছে একটি পান চান। এরপর পূর্ণিমা নিজের অর্ধেক খাওয়া পানটাই এগিয়ে দেন।