কোপার স্বাগতিক দেশ আর্জেন্টিনা-কলম্বিয়া
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১৬ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন যৌথভাবে আর্জেন্টিনা ও কলম্বিয়াকে ২০২০ সালের কোপা আমেরিকার বর্ধিত আসরের জন্য স্বাগতিক ঘোষণা করেছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে কনমেবোল। চলতি বছরে কোপা আমেরিকার আসর অনুষ্ঠিত হবে ব্রাজিলে।
বর্তমান ফরম্যাট ফরম্যাট অনুযায়ী কোপা আমেরিকায় ম্যাচ হয় ২৬টি। আগামী বছরের আসরে ১২টি দলের অংশগ্রহণে মোট ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২টি দলকে সাউথ জোন ও নর্থ জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ৬টি দল রাখা হয়েছে।
সাউথ জোনে রয়েছে আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া ও একটি অতিথি দেশ। নর্থ জোনে রয়েছে কলম্বিয়া, ব্রাজিল, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু ও একটি অতিথি দেশ। প্রতিটি গ্রুপ থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে।
কনমেবোল এর সভাপতি আলেজান্দ্রো ডোমিনগুয়েজ বলেছেন, ‘এই পরিবর্তন আনার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে ফ্যানদের আরো বেশি সুবিধা দেয়া এবং জাতীয় দলের ম্যাচগুলো ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার মানুষের কাছে আনা। ভক্তরা কমপক্ষে তাদের জাতীয় দলের পাঁচটি ম্যাচ দেখতে পারবে।